আই হেইট লাভ স্টোরি- নস্টালজিয়ায় ভরপুর রমকম!

 

সিনেমা শুধু পর্দার গল্প নয়, আমাদের জীবনেরও একটা অংশ হয়ে যায় কখনো কখনো। '𝗜 𝗛𝗮𝘁𝗲 𝗟𝘂𝘃 𝗦𝘁𝗼𝗿𝘆𝘀' আমার জন্য ঠিক তেমনই এক সিনেমা। ছবিটা মুক্তি পেয়েছিল ২০১০ সালে, তখন আমি হাইস্কুলে। সেই সময়ে সিনেমা দেখা মানে ছিল একটা অন্যরকম আনন্দ, একটা স্মৃতি হয়ে থাকা অভিজ্ঞতা।


আমি প্রথম এই সিনেমা দেখি ডিভিডি'তে। তখনকার দিনে অনলাইনে সিনেমা দেখা এত সহজ ছিল না, তাই ডিভিডির কভারে চোখ রেখে মুভি দেখা এক অন্যরকম অনুভূতি দিত। গল্পটা ছিল একদম অন্যরকম—একটা সিনেমার সেটের মধ্যে প্রেমের কাহিনি! জয় (ইমরান খান) আর সিমরন (সোনম কাপুর)—দুজন দুই মেরুর মানুষ, কিন্তু গল্পের বাঁকে বাঁকে তারা একে অপরের দিকে টান অনুভব করে। প্রেমকে অবিশ্বাস করা ছেলেটার ধীরে ধীরে প্রেমে পড়ে যাওয়ার এই সফরটা ছিল হাসি, রোমান্স আর মিষ্টি মুহূর্তে ভরা।


এই ছবিটার একটা বিশেষ জাদু আছে। হয়তো কারণটা এর সেটিং—একটা সিনেমার ভেতরে আরেকটা সিনেমার গল্প, যেখানে বাস্তব আর রিল মিশে যায়। অথবা হয়তো সেই সময়কার নিজস্ব স্মৃতি, যখন আমরা সিনেমার মতোই কল্পনাতে বাঁচতাম। ছবির গানগুলো আজও কানে বাজে—'Bin Tere', 'Bahara', কিংবা 'Jab Mila Tu'—সবকিছু মিলে ছবিটাকে আরও বেশি হৃদয়ের কাছাকাছি নিয়ে আসে।


অনেকে হয়তো বলবে ছবিটা খুবই সাধারণ কিন্তু আমার কাছে এটা নস্টালজিয়ার অন্য নাম। আন্ডাররেটেড সিনেমা এটা, খুব একটা আলোচনা হয় না এই ছবিটা নিয়ে। কিছু সিনেমা হয়তো সবার জন্য মাস্টারপিস নয়, কিন্তু আমাদের জীবনের কিছু মুহূর্তের সঙ্গে জুড়ে থাকার জন্যই এগুলো স্পেশাল হয়ে যায়। '𝗜 𝗛𝗮𝘁𝗲 𝗟𝘂𝘃 𝗦𝘁𝗼𝗿𝘆𝘀' আমার কাছে ঠিক তেমনই এক গল্প—একটা সময়ের প্রতিচ্ছবি, যা আমাকে আজও সেই পুরোনো দিনগুলোর গন্ধ এনে দেয়।

Post a Comment

Previous Post Next Post