ছবির পোস্টার! |
যখন একটা সিনেমার গল্প সাবলীল, চিত্রনাট্য দুর্দান্ত, ইমোশন ভরপুর, সাসপেন্স দুর্দান্ত ; অভিনয়ে বিজয় সেতুপাথি এবং অনুরাগ কাশ্যফের মতো অভিনেতা! |
মহারাজা নামের এক নাপিত। একদিন থানায় আসে এফআইআর করতে। তার ঘরে ডাকাতি হয়েছে, তাকে মারধর করেছে। আর ঘরের একটা জিনিস চুরি করে নিয়ে গেছে। সেই চুরি হওয়া জিনিসটা খুঁজে দিতে সে এফআইআর করতে এসেছে!
কি সেই জিনিস, যার জন্য মহারাজ পাগলপ্রায়?
একটা লোহার ছোট ডাস্টবিন।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু একটা লোহার ডাস্টবিনের জন্য মহারাজা থানায় এসেছে এফআইআর করতে।
কি আছে সেই ডাস্টবিনে ; কি এমন মহামূল্যবান এই ডাস্টবিন?
এর পিছনে রয়েছে অন্য এক গল্প। যে গল্প আপনাকে হাসাবে, কাঁদাবে এবং রোমাঞ্চকর অনুভূতি দিবে।
আসলে এই ধরণের ইউনিক কনসেপ্টে সাধারণত সিনেমা দেখতে পাওয়া যায় না সচরাচর। ছবির গল্প সত্যি অসাধারণ। তবে সবচেয়ে বেশী ভালো হচ্ছে, 'চিত্রনাট্য'।
একটা গল্পকে যতটা পারফেক্ট করা যেতে পারে, ঠিক ততটাই পরিশ্রম দিয়ে মহারাজার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
নন-লিনিয়ার ভাবে গল্প বলা হয়েছে তাই যথেষ্ট সাসপেন্স ছিলো। চিত্রনাট্য এতটাই পারফেক্ট যে, শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না।
আমি মুগ্ধ হয়েছি গল্প এবং চিত্রনাট্যে। তবে ছবির শেষে যে টুইস্ট দেওয়া হয়েছে, সেটা সবার পক্ষে নেওয়া সম্ভব না।
বিশ্বাস করুন, আমি কেঁদে দিয়েছি। ভাবতে পারেন টুইস্ট দেখে তো রোমাঞ্চকর অনুভূতি হওয়ার কথা কিন্তু আপনি কাঁদলেন যে?
আসলে এই ছবির ক্লাইমেক্স আপনাকে রোমাঞ্চকর অনুভূতি এবং ভরপুর ইমোশন ; দুটোই দিবে। এই ছবি একটা কমপ্লিট প্যাকেজ। আপনাকে দেখেই বিষয়টা অনুভব করতে হবে।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে বিজয় সেতুপাথি এবং জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যফ। এই দু'জন লোক দুর্দান্ত অভিনয় করেছে। বিজয় সেতুপাথি তো এমনিতেই দুর্দান্ত অভিনেতা কিন্তু অনুরাগ কাশ্যফও যা দেখিয়েছে তাতে ভাবছিলাম এবার থেকে অভিনয়ে নিয়মিত হওয়া দরকার অনুরাগ কাশ্যফের। কেন বলছি! সেটা ছবিটা দেখলেই বুঝবেন। এই দুজন ছাড়াও ছোট একটা চরিত্রে মমতা মোহনদাস রয়েছে। বিজয় সেতুপাথির মেয়ের চরিত্রে অভিনয় করা মেয়েটাও ভালো করেছে।
নির্মাতা নিথিলান স্বামীনাথানের নির্মিত দ্বিতীয় ছবি 'মহারাজা'। দ্বিতীয় ছবিতেই এত পারফেক্ট মেকিং এবং চিত্রনাট্য ; মুগ্ধ না হয়ে উপায় নেই। তার প্রথম নির্মিত ছবিটাও আমি শীঘ্রই দেখবো। আমি তার কাজের ফ্যান হয়ে গেছি।
ছবিতে কোনো গান নেই। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিলো। সিনেমাটোগ্রাফিও দারুণ। আসলে অতটা খেয়ালও করতে পারিনি টেকনিক্যাল দিক ; কারণ এতটা মুগ্ধ হয়ে ছবিটা উপভোগ করছিলাম যে ফোকাস শুধু অভিনয় আর চিত্রনাট্যের ধারাবাহিকতায় ছিলো।
'মহারাজা' ২৫-৩০ কোটি বাজেটে নির্মিত তবে ছবিটি বক্স অফিসে ১২০ কোটির মতো আয় করে নিয়েছে। একটা পারফেক্ট সিনেমা এটি। ভালো না লাগার কোনো কারণ খুঁজে পাওয়া দুষ্কর এই ছবিতে।
ছবিটি নেটফ্লিক্সে হিন্দি ডাবড'সহ রিলিজ হয়েছে। অবশ্যই রেকমেন্ড করবো ; দেখুন ছবিটা নাহলে দারুণ কিছু মিস করবেন। এমন কাজ মিস করলে পাপ হবে। তবে একটা অনুরোধ থাকবে, ছবিটা টানা দেখবেন নাহলে গল্পে কিছু গড়মিল লাগতে পারে কারণ ছবির চিত্রনাট্য নন-লিনিয়ার ওয়েতে বলা হয়েছে।
হ্যাপি ওয়াচিং! 🖤
⭐ [Maharaja - 2024]
⬛ IMDb : 8.4/10
⬛ My Rating : 8/10