![]() |
পোস্টার! |
আমাদের স্ট্রিমিং/ওটিটি প্ল্যাটফর্মগুলোকে দর্শক বান্ধব হতে হবে। তারা যদি দর্শকদের সাথে বাটপাড়ি করে তাহলে তো সমস্যা!
গ্রাহকদের বোকা বানিয়ে টাকা বানানোর ধান্দা থেকে এইসব প্রতিষ্ঠানকে অবশ্যই বের হয়ে আসা উচিত বলে মনে করি।
এখন আসি মূল বক্তব্যে, দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম 'দীপ্ত প্লে'তে সদ্য রিলিজ হয়েছে 'পয়জন' নামের একটি ওয়েব-ফিল্ম। এই কন্টেন্ট'টি মাত্র ২০ টাকা খরচ করে দর্শকরা উপভোগ করতে পারবে। বিষয়টা খুব এপ্রিশিয়েট করার মতো। কারণ, পছন্দের কন্টেন্ট দেখার জন্য এককালীন একটা টাকা দিয়ে আপনি উপভোগ করতে পারছেন নির্দিষ্ট একটা ফিল্ম। গুড!
তবে দীপ্ত প্লে এই যায়গাতেই দর্শকদের সাথে একটা কুখ্যাত কাজ করে বসেছে।
আপনি যখন 'পয়জন' দেখার জন্য ২০ টাকা পে করবেন এবং পরে দেখতে বসবেন তখন দেখবেন আপনি শুধু ফিল্ম'টা ৪৮০পি তে দেখতে পারছেন!
এখন ৭২০পি বা ১০৮০পি'তে দেখতে চাইলে আপনাকে তাদের ৬ বা ১২ মাসের প্যাক কিনতে হবে। যে সাবস্ক্রিপশন নিতে আপনাদের খরচ করতে হবে ২৯৯ এবং ৫৪৯ টাকা!
চিন্তা করে দেখুন কত বড় একটা ট্রিকস খেলেছে তারা দর্শকদের সাথে। এখনকার সময়ে ৪৮০পি'তে কেউ মুভি/সিরিজ দেখে! বলুনতো?
সবার হাতে এখন ১০৮০পি থেকে ২ কে রেজুলেশন সাপোর্টেড ফোন, ঘরে ঘরে স্মার্ট টিভি ; তারা কেন লো রেজুলেশনে একটা কন্টেন্ট দেখবে। ঝাপসা, তারপর অডিও কোয়ালিটি লো ; একটা গ্রাহকের ২০ টাকা নষ্ট করার মানে টা কি?
এই যে গ্রাহকদের সাথে এই ধরণের প্রতারণা। এইটা তো আদৌ দীপ্ত প্লে'র জন্য শুভ কিছু বয়ে আনবে না। উল্টো তাদের প্ল্যাটফর্মের দর্শক আরও কমে যাবে। কাজী কোম্পানি লিমিটেডের একটা প্রতিষ্ঠান কাজী মিডিয়া লিমিটেড ; তাদেরই একটা প্রোডাক্ট দীপ্ত টিভি এবং দীপ্ত প্লে।
তারা পুরোদস্তুর ব্যবসায়ী এইটা তো সবারই জানা কিন্তু ব্যবসা করতে গিয়ে এই যে প্রতারণা করার বিষয়টা। এইটা তো কখনো মেনে নেওয়া যায় না।
আমি রাগে আর ক্ষোভে পরে আর 'পয়জন' দেখতে বসিনি। এইরকম প্রতারকদের কন্টেন্ট দেখার কোনো মানেই তো হয় না। অনেকে দেখলাম আমার মতো ২০ টাকা খরচ করে দেখতে বসে হতাশ হয়েছেন দীপ্ত'র এই কাজে। তারপর তারা বাধ্য হয়ে নেট থেকে এইচডি প্রিন্ট ডাউনলোড করেছে দেখার জন্য। এই যে দর্শক এত আশা করে, পকেটের ২০ টাকা খরচ করে একটা কাজ দেখতে বসেছিলো কিন্তু দীপ্ত প্লে'র প্রতারণায় দর্শক আশাহত হলো এবং পরবর্তীতে পাইরেসি করে দেখতে বাধ্য হচ্ছে। বিষয়টা কি দীপ্ত প্লে'র জন্য লজ্জাজনক না?
অন্তত তাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিলো যে আপনারা ২০ টাকা দিয়ে কন্টেন্ট'টি শুধু মাত্র ৪৮০পি'তে দেখতে পারবেন। তাহলে অন্তত গ্রাহকরা এভাবে প্রতারিত হতো না। আশা রাখি পরবর্তীতে আপনারা কন্টেন্ট বানালে এই বিষয়টা খেয়াল রাখবেন। ভালো কন্টেন্ট বানান, এমনিতেই দর্শক বাড়বে। প্রতারিত করে টাকা কামানোর ধান্দা করলে বেশীদিন টিকতে পারবেন না।