ভালো কনসেপ্টের গতানুগতিক অ্যাকশন সিনেমা 'দ্য বি-কিপার'!

 

ছবির পোস্টার!


The Beekeeper - 2024

আমরা  দৈনন্দিন জীবন বহু স্ক্যামের শিকার হই। স্ক্যামের শিকার হয়ে অনেকে অনেক কিছু হারায়। বিশেষ করে অনলাইনে এখন যে স্ক্যামটা বেশী হয় সেটা হচ্ছে অর্থ বিষয়ক। আপনার ডাটা হ্যাক করে কিংবা ওটিপি চেয়ে ব্যাংক কিংবা এমএফএসের বহু টাকা হাতিয়ে নিয়ে যায় কিছু দুষ্কৃতকারী। এই ছবির কনসেপ্টও কিছুটা এমন। 

একজন বৃদ্ধ মহিলা যে একটা স্ক্যামের শিকার হয়ে তার সব টাকা হাতিয়ে নিয়ে যায় একটা গ্রুপ। এই মহিলার পরিচয় থাকে একজন মধু সংগ্রহকারীর সাথে। মহিলা স্ক্যামের শিকার হয়ে আত্মহত্যা করে আর সেই রাতেই ছবির মূল হিরো মধু সংগ্রহকারী অ্যাডাম ক্লে (জেসন স্ট্যাথাম) সেই মহিলার সাথে রাতের খাবার খেতে তার বাসায় যায়! 

অ্যাডাম কিভাবে এই মহিলার সাথে হওয়া স্ক্যামের সূত্র বের করে আর অ্যাডাম কি আদৌ মধু সংগ্রহকারী নাকি তার কোনো অন্য রূপ রয়েছে। সবকিছু খোলাসা হবে ছবিতে। 

কনসেপ্ট ভালো তবে সমস্যা হচ্ছে খুব গতানুগতিক চিত্রনাট্য। জেসন স্ট্যাথামের সিনেমা যেমন হয় আরকি। সিনেমাতে হিরোই সব শক্তির মূল ; সে সব পারে। এমনকি তার ব্যাক স্টোরিও যেটা দেখিয়েছে সেটা খু্বই দূর্বল হয়ে গেছে। স্ক্যামের বিষয়টা প্রথমদিকে গুরুত্ব পেলেও পরে সিনেমা পুরোদস্তুর অ্যাকশনের দিকে চলে যায়। কনসেপ্ট ভালো হলেও চিত্রনাট্য খুব বেশী এভারেজ হয়ে গেছে। 

ভালো কিছু আশা করেছিলাম কিন্তু গতানুগতিক ধারার অ্যাকশন সিনেমা হয়ে গেছে। 

ছবির ডিরেক্টর 'সুইসাইড স্কোয়াডের' ডেভিড আয়ের' তবে তার নির্মাণ এই ছবিতে অতটা পারফেক্ট লাগেনি। জেসন স্ট্যাথাম ঠিকঠাক ছিলো অভিনয়ে ; অবশ্য তাকে আমার সব সিনেমায় একই লাগে। সিনেমাটোগ্রাফি সাধারণ ছিলো, অন্যান্য অ্যাকশন সিনেমার চেয়ে এক্সট্রা কিছু নেই। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে সিনেমার অ্যাকশন ; দারুণ কিছু অ্যাকশন সিন ছিলো। 

জেসন স্ট্যাথামের অ্যাকশন সিনেমা যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন। তবে ভালো গল্প দেখার আশা করলে আশাহত হবেন। 

ছবিটির আইএমডিবি রেটিংঃ ৬.৪/১০

আমার রেটিংঃ ৫/১০

Post a Comment

Previous Post Next Post