গতকাল বর্তমান সময়ে সর্বাধিক আলোচিত মালায়ালাম রম-কম সিনেমা 'প্রেমালু' দেখলাম। এই সিনেমা দেখে রিভিউ না দেওয়াতে কয়েকজন ইনবক্সে প্রশ্ন করলো কেন রিভিউ করিনি প্রেমালু'র!
আসলে এই সিনেমা নিয়ে গত কয়েকদিনে এত এত রিভিউ চোখে পড়লো কি বলবো আর?
কিছু মানুষ বলছে এইটা মাস্টারপিস ; আবার অনেকে বলছে এইটা লুতুপুতু প্রেম কাহিনি। এইসব ঝগড়াঝাটি আর এত এত আলোচনা দেখে রিভিউ লিখতে তেমন একটা ইচ্ছে হয়নি আমার। তার উপর কিছুটা অসুস্থও ছিলাম গতরাতে৷
তবে আমি বলবো 'প্রেমালু' মাস্টারপিস নয় তবে একটা ভালো রম-কম সিনেমায় যতটুকু উপাদান থাকা দরকার তার সবটুকুই এই সিনেমায় আছে। সুন্দর গল্প, ওয়েল রাইটিং, ভালো অভিনয়, সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং লোকেশন পাশাপাশি ভালো মেকিং। আর কি লাগে?
তবে হ্যাঁ, প্রেম-ভালোবাসা নিয়ে একেকজনের একেক ধরণের অনুভব কাজ করে। সবার ভালোবাসার ভঙ্গি, প্রকাশ কিংবা কল্পনা একরকম না। তাই একেক জনের কাছে একেক রোমান্টিক সিনেমার আবেদন একেক রকম হয়।
এখন আমার কাছে কেমন লেগেছে?
মূলত আমার ফ্রেন্ডলিস্টের অনেকেই আমার সাজেশন থেকে মুভি দেখে। আমার রিভিউকে তারা ট্রাস্ট করে। সেজন্য আমার দেখা মোটামুটি সব সিনেমা নিয়েই আমি রিভিউ করি। এখন যদি প্রেমালু নিয়ে বলি- এক কথায় 'প্রেমালু' আমার কাছে ভালো লেগেছে।
বিশেষ করে যাদের, কিরিক পার্টি, হৃদয়াম, সাবা নায়াগাম এবং 'প্রেমাম' টাইপের সিনেমাগুলো ভালো লেগেছে তাদের কাছে 'প্রেমালু'ও ভালো লাগবে নিঃসন্দেহে।
আমি বলবো, আপনারা সিনেমাটা দেখুন। আশা করি ভালো লাগবে। মাস্টারপিস আর লুতুপুতু ; এইসব ওয়ার্ড ব্যবহার না করে আমরা সুন্দরভাবে পর্যালোচনা করি।