Shark Tank Bangladesh-এর ১ম পর্বে আজ বিনিয়োগ চাইতে এসেছিলেন বুকশনারি, কুকোলি, ইকোকাটলার এবং বিউটি সলিউশন নামের চারটি স্টার্টআপের উদ্যোক্তারা।চারটি স্টার্টআপের তিনটিই আজকে শার্কদের থেকে ফান্ডিং পেয়েছে।
বুকশনারি সম্পর্কে আমি অবগত আছি, তাদের থেকে আমি বইও কিনেছি কয়েকবার। তাদের সাইট থেকে নতুন বইয়ের পাশাপাশি পুরনো বইও কিনতে পারা যায়। এমনকি নতুন বই কেনার সময় আপনার কাছে তাদের থেকে কেনা কোনো পুরনো বই থাকলে সেটি ফেরত দিয়ে ডিসকাউন্টও নিতে পারেন। তাদের এই বিষয়টা খুব ভালো ছিলো।
বুকশনারি দুইজন শার্ক থেকে ডিল পেয়েছে ১৫% শেয়ারের বিনিময়ে ৩০ লাখ টাকা + ১৮ মাস পর থেকে প্রতিটি বই বিক্রিতে ১০ টাকা রয়্যালটি, ৪৫ লাখ টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত।
দ্বিতীয় স্টার্টআপ কুকোলি, এই স্টার্টআপে মূলত প্রি-মিক্স প্রোডাক্ট বিক্রি হয়। ঘর থেকে ছোট পরিসরে, স্যোশাল মিডিয়া ব্যবহার করে দাড় করানো ক্ষুদ্র প্রচেষ্টার বিজনেস।
এই ব্যবসা ৩০ লাখ টাকার ডিল পেয়েছে ৩ জন শার্ক থেকে ৪০% শেয়ারের বিপরীতে।
তৃতীয় স্টার্টআপ ইকোকাটলার, তারা মূলত বাঁশ দিয়ে তৈরি প্রাকৃতিক সহযোগী চামচ তৈরি করে। পরিবেশ বিনষ্টকারী প্লাস্টিকের বিপরীতে ব্যবহারের জন্য দুই বন্ধুর এই সুন্দর ইনোভেশন। যদিও তারা কোনো শার্ক থেকে ফান্ড পায়নি। কারণ তারা মাত্রই ব্যবসা শুরু করেছে এবং তারা মূলত ইনহাউজ তৈরি না করে চায়না থেকে বাল্কে প্রোডাক্ট কিনে আনে। সেকারণে ব্যবসায় এখনো ভালো একটা অবস্থা তৈরি না হওয়ায় শার্করা তাদের কোনো ফান্ডিং দেয় নি। তবে শার্করা এপ্রিশিয়েট করেছে তাদের এই স্টার্টআপকে আর ব্যবসাকে শক্তিশালী করে দ্বিতীয় সিজনে আসার অনুরোধ জানিয়েছে।
চতুর্থ স্টার্টআপ বিউটি সলিউশন, আজকের সবচেয়ে বড় এবং গোছানো স্টার্টআপ ছিলো এটাই। মাত্র ২৫ বছরের মেয়ে বিউটি কেয়ারের মতো এত ক্লাটার্ট মার্কেটে ৮-১০ কোটি টাকার প্রফিটেবল ব্যবসা বানিয়ে ফেলেছে যেটা সত্যি দারুণ বিষয়। শার্করা নিজেরাও ইমপ্রেস হয়েছে তার সেল আর নেট প্রফিট শুনে। এই উদ্যোক্তা ৫০ লাখ টাকার বিনিময়ে ২% শেয়ারে ২৫ কোটির ভ্যালুয়েশনে চেয়েছিলো। তিন জন শার্ক তাকে ডিল দেয়, তবে খুবই রোমাঞ্চকর একটা ডিল ছিলো। প্রথম ১০ পার্সেন্ট, তারপর ৯% সর্বশেষ ডিল ফাইনাল হয় ৫০ লাখের বিপরীতে ৮% সাথে রয়ালিটি শার্কদের টাকা ডাবল না হয়ে ফেরত আসা পর্যন্ত। আজকের শোয়ের সবচেয়ে রোমাঞ্চকর ডিল ছিলো এটিই।
বাংলাদেশের মেয়েরা যে দেশের অর্থনীতিতে আজকাল কতটা ভূমিকা রাখছে সেটা আজকের শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখলেও অনেকটা ক্লিয়ার হবেন।
প্রথম পর্ব এক্সাইটেড ছিলো। এখন দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম...
Tags
টেলিভিশন